অা’লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানোর হুমকি
প্রকাশিত হয়েছে : ৩:১১:২২,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
এবার আর অনলাইন থেকে নয়, সরাসরি অাওয়ামী লীগ নেতাদের হত্যার হুমকি দিল জামায়াতে ইসলামীর সহযোগী ছাত্র সংগঠন ছাত্র শিবির। সংগঠনের সভাপতি অাবদুল জব্বার বলেছেন, ‘দল হিসেবে আওয়ামী লীগকে, এই দলের নেতাদেরও এর ফল ভোগ করতে হবে। যে বন্দুকের নল দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে, সেই বন্দুকের নল সময়ের ব্যবধানেই ঘুরে যাবে। হত্যার অভিযোগে আজকের দাম্ভিক আওয়ামী নেতাদেরকেই হয়তো ফাঁসিকাষ্ঠে ঝোলানো হবে।’
শিবিরের প্রচার সম্পাদক মনির অাহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে অন্য সেক্রেটারিয়েট সদস্যরাও উপস্থিত ছিলেন।
আবদুল জব্বার বলেন, ‘ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা ফাঁসির মঞ্চকে ভয় পায় না। ফাঁসির মঞ্চ বেয়েই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে। আওয়ামী অপশাসনের বাংলাদেশ আজ খাদের কিনারায়। বিচারের নামে যে অবিচারের সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে, তা দেশের জন্য ভয়াবহ সংকেত দিচ্ছে।’