অভিযোগ পত্র দাখিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৩৪,অপরাহ্ন ০৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নাশকতার দুই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের আদালতে অভিযোগ পত্র দাখিল করাকে আসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে দলটি। একইসঙ্গে এর প্রতি তীব্র নিন্দাও জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
বুধবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।
সংবাদ বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আসামী করে যাত্রাবাড়ী থানায় রুজু একটি হত্যা মামলায় চার্জশীট দেয়ার সংবাদে আমরা বিস্মিত। বিএনপি মনে করে এ ধরণের মামলা নেহায়েতই অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
অভিযোগে উল্লেখিত নাশকতার ঘটনার সঙ্গে বিএনপিরকারও সংশ্লিষ্টতা নেই বলে বিবৃতিতে দাবি করা হয়। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তে আবারও জাতিসংঘের হসএক্ষপ কামনা করেছে দলটি।
বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে অসত্য প্রচারণা চালিয়েই শুধু ক্ষান্ত নেই বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রধান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করে একতরফা চার্জশীট প্রদান করে রাজনৈতিক হয়রানীর পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি হঠকারী রাজনীতিতে বিশ্বাসী কোন দল নয়। শুধু সাংবিধানিকভাবে স্বীকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই রাজনীতি করে।
৫ই জানুয়ারীতে একটি ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের পর নতুন করে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বিএনপি যে আন্দোলন করেছে-তা শুধু মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ইচ্ছানুযায়ী সরকার গঠনের দাবীকেই সমুন্নত রেখেছে।