অবশেষে পুলিশের খাঁচায় গোলাপগঞ্জের ডাকাত সর্দার হাতকাটা হাসমত
প্রকাশিত হয়েছে : ৩:২৯:৪৭,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৯
সিলেট ডেস্ক:: অনেকদিন থেকে গাঁ ঢাকা দিয়ে থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়েছে গোলাপগঞ্জের ডাকাত সর্দার হাতকাটা হাসমত আলী (৪০)। শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টায় ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হাসমত আলী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামের মৃত শওকত মিয়ার পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই ইউছুফ আলী গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে ভাদেশ্বরের হাওরতলায় অভিযান চালান। এ সময় হাসমত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, ডাকাত সর্দার হাসমত এতদিন গাঁ ঢাকা দিয়ে ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে বিভিন্ন জায়গায় লেংড়া হাসমতসহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বলেও জানান তিনি।