ভুলে যেও আমাকে
শেষ বিভাবরীর দু্:সপ্ন ভেবে।
বাসর স্বপ্ন দেখে তুমি অভ্যস্ত
তাই মধ্য যামিনীতে ভয় না পেলেও
শেষ শরর্বীতে ঠিকিই বুকটা কাঁপে।
মধুমক্ষীকা হওয়ার মতো
নি:শঙ্ক তুমি নও।
কুটিলতা নিয়ে জটিলতার পথ বন্দুর;
কিরণমালী যেখানে বিমুখপানে
ব্রতী হও কাঞ্চনের সন্ধানে।