অনুভবের চিৎকার
প্রকাশিত হয়েছে : ২:১১:০৬,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
সাদিক তাজিন
নগ্ন উত্তাপের বৈরিতায় আমার সোনালী সময়
ঝরে পড়ে আম্র মুকুলের মতো
অবিরত পথচ্যুত স্লোগানে।
তবু যুক্তি-সংজ্ঞার পাশ কেটে
হেটে চলি বর্ণহীন আপন শতকের দিকে ;
সমকালীন ভাবনার তালে দুলে চলি দিনমান।
কতদূর এগুলো মানুষ –
উদ্ভাবনীর গানে, সুরে যোজন যোজনের পথ অথচ
এখানকার কালবেলা নিয়ত দীর্ঘতার ট্রেনে ঝক ঝকাঝক তাল কাটে।
কালবেলার চিরন্তনী ভেলা ই যত অক্ষমতা প্লাবিত দ্বীধার কারন।
সময়ের স্রোতে গা ভাসিয়ে কতদিন আর –
শ্রেনীবিচারের আচারে ভাষার তীব্রতা জল খসে শব্দ বিন্যাস পর্যন্ত।
কশাঘাত আপন ভেবে দেয়া চিৎকার অনুভবের ;
সে ভুক্তার মতো অকৃত্রিম না, হয় না।