অনার্সের রিলিজ স্লিপ যেন সোনার হরিন : উৎকন্ঠায় শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ১:২০:২২,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
খুলনার পাইকগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তিতে রিলিজ স্লিপের আবেদন যেন সোনার হরিনে পরিণত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে জটিলতায় এ ভোগান্তিতে পড়ছে হাজার হাজার শিক্ষার্থী। ফলে সুন্দরবন সংলগ্ন এ অঞ্চলের কলেজ এবং শিক্ষার্থীরা হতাশায় সময় অতিবাহিত করছে।
সুত্রমতে-গত ২৩ ফেব্রুয়ারী থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তিতে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আবেদনের দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সার্ভারটিতে জটিলতার কারনে শিক্ষার্থীরা হতাশাগ্রস্থ হয়ে দিনের পর দিন কম্পিউটার এবং সাইবার ক্যাফগুলোতে ভীড় জমিয়েও কোন কাজ হচ্ছে না। অত্র উপজেলায় দু’টি অনার্সভূক্ত কলেজ রয়েছে পাইকগাছা কলেজ ও কপিলমুনি কলেজ। মফস্বলের শিক্ষার্থীরা উপজেলা সদরে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না রিলিজ স্লিপের আবেদন।
তাই বর্তমানে রিলিজ স্লিপের আবেদন যেন সোনার হরিনে পরিনত হয়েছে। সদরের একটি সাইবার ক্যাফে রিলিজ স্লিপে আবেদন করতে আসা শিক্ষার্থী রুপালী মন্ডল, মৈনাক রয় এ প্রতিনিধিকে জানান প্রতিদিন অনেক দুর থেকে রিলিজ স্লিপের আবেদন করতে এসে প্রতিদিন ফিরে যাচ্ছি শূন্য হাতে। একদিকে যেমন যাতায়াত খরচ বেড়েই চলেছে অপরদিকে উদ্বেগ উৎকন্ঠায় প্রতিটা সময় পার করছি আবেদন করতে পারবো তো রিলিজ স্লিপের।
এ অবস্থার মধ্যে সংশ্লিষ্ট উপজেলার দুটি কলেজের অনার্স বিভাগের শিক্ষকরাও রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়। এ প্রসংগে পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল জানান রিলিজ স্লিপ আবেদন শুরু হওয়া থেকে সার্ভার জটিলতার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ঢুকতেই পারছি না। এ সমস্যা দ্রুত সমাধান করা অতিব জরুরী বলে তিনি জানান।