অনলাইন শপিং সার্চ ইঞ্জিন ফাইন্ড ডটকমকে কিনে নিল ফেসবুক
প্রকাশিত হয়েছে : ১:১৯:৩৯,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: অনলাইন শপিং সার্চ ইঞ্জিন ফাইন্ড ডটকমকে কিনে নিল ফেসবুক। শুক্রবার বৃহত্তম সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকের সঙ্গে শপিং সার্চ ইঞ্জিনটির এই কেনাবেচা চুক্তি হয়েছে। এ চুক্তির মাধ্যমে ফেসবুক নতুন এ যাত্রা শুরু করতে যাচ্ছে শিগগিরই।
অবশ্য ফেসবুক ঠিক কত টাকায়, কীভাবে দ্য ফাইন্ড ডটকমকে কিনে নিল, সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে, ফেসবুক এবং ফাইন্ড ডটকম উভয়েই এ চুক্তির খবর জানিয়েছেন।
দ্য ফাইন্ড ডটকম এক বার্তায় জানিয়েছে, ‘নয় বছর ধরে আমরা আপনাদের জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে সুবিধাজনক, কার্যকর ও আনন্দদায়ক করার চেষ্টায় কঠোর পরিশ্রম করেছি। যাতে ওয়েবের সব দোকান ঘুরে আপনারা আপনাদের চাহিদামতো পণ্যটি কিনতে পারেন। এখন আমরা আমাদের ভোক্তাদের জন্য আরও বেশি কিছু করার জন্য ফেসবুকের সঙ্গে যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।’
শুক্রবারের এই কেনাবেচা চুক্তির কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাবে দ্য ফাইন্ড ডটকমের নিজস্ব কার্যক্রম।
শপিং সার্চ ইঞ্জিন দ্য ফাইন্ড ডটকমের সঙ্গে এই চুক্তি সম্পর্কে ফেসবুক এক বার্তায় জানিয়েছে, ‘একসঙ্গে মিলিত হয়ে আমরা ভোক্তাদের জন্য ফেসবুকের বিজ্ঞাপনের অভিজ্ঞতাকে আরও প্রাসঙ্গিক ও ভালো করতে পারব বলে আমরা বিশ্বাস করি।’
তথ্যসূত্র: প্রথম আলো