অতিরিক্ত ভিটামিন সেবনে ক্যান্সারের ঝুঁকি
প্রকাশিত হয়েছে : ২:১৪:২০,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৫
লাইফ স্টাইল ডেস্ক :: চিকিৎসকের পরামর্শ ছাড়াই অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট সেবন করে নিজেকে স্বাস্থ্য সচেতন ভাবছেন! এমনটা মনে করে থাকলে আপনি ভুল করছেন। দৈনিক অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট সেবনে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের কলারাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের ক্যান্সার সেন্টারের, ক্যানসার নিরাময় ও নিয়ন্ত্রণ বিভাগের সহযোগী পরিচালক টিম বায়ার্স জানান, তারা পুরোপুরি নিশ্চিত নন কেন এই ধরনের ঘটনা অধিক হারে ঘটছে। তবে এ ব্যাপারে তারা যথেষ্ট প্রমাণ পেয়েছেন যে, যারা অতিরিক্ত হারে ভিটামিন ট্যাবলেট গ্রহণ করে তাদের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।
একটি পরীক্ষামূল অন্বষেণে দেখা যায় পরামর্শের চাইতে অধিক মাত্রায় বিটা ক্যারেটিন গ্রহণে ফুসফুস ক্যান্সার ও হৃদপৃণ্ডের অসুখে ভোগার সম্ভাবনা ২০ ভাগ বেড়ে যায়। ফলিক অ্যাসিড মলাশয়ে অর্শ ও গেজ প্রতিরোধে সাহায্য করে বলা হলেও আসলে এটি তার উল্টো কাজ করে থাকে।
বায়ার্স বলেন, সাধারণত মানুষ নিত্যদিনের খাবার তালিকা থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে থাকে। অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিই অতিরিক্ত ভিটামিন গ্রহণ করেন। আসলে তাদের জন্য এর কোনও প্রয়োজন নেই।
গবেষণায় বলা হয়, প্রয়ােজনের অতিরিক্ত ভিটামিন আপনার উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে।
সূত্র : জি নিউজ।