অংশগ্রহণ করে বর্জন পূর্বপরিকল্পিত : আ’লীগ
প্রকাশিত হয়েছে : ৯:১৮:০৪,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকা ও চট্টগ্রাম সিটি করর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপির পূর্ব পরিকল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষথেকে এ মন্তব্য করেন তিনি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্বাচনকে ইস্যু করে আরেকটি নতুন আন্দোলনের নাটক করছে বিএনপি। এটা তাদের পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
একই সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক অপর এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির নির্বাচন বর্জন অযৌক্তিক। তারা জন বিচ্ছিন্ন হয়েছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এ জন্যই তারা মাঠ ছেড়ে পালিয়েছে।
বিএনপির নির্বাচন বর্জনে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে কিনা? সাংবাদিকদের এমনর প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি। বরং বিএনপি’ই তাদের জনপ্রিয়তা প্রমানে ব্যর্থ হয়েছে।
নির্বাচনী কেন্দ্র থেকে বিএনপির পুলিং এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা (বিএনপি) পুলিং এজেন্টই ঠিক করতে পারেনি। এবং অনেক জায়গায় তারা নিজেরাই এজেন্ট দেয়নি।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, তারা নির্বাচনে এসেছিল লোক দেখানোর জন্য।
সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা, সুজিত রায় নন্দি, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।