৯ই মে শনিবার রূপসী বাংলার আয়োজনে হেলসিংকিতে বৈশাখী মেলা
প্রকাশিত হয়েছে : ৬:৩০:২৩,অপরাহ্ন ০৭ মে ২০১৫
মাইনুল ইসলাম, হেলসিংকি :: আগামী ৯ই মে রোজ শনিবার ফিনল্যাণ্ড প্রবাসী বাংলাদেশীদের সংগঠন রূপসী বাংলা আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলার । বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সংঘটনটি বরাবরের মত এবারেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাঙালির চিরন্তন বৈশাখী মেলা, রয়েছে সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। উক্ত সংস্কৃতিক উনুস্থানে গান পরিবেশন করবেন স্থানীয় ও লন্ডনের স্বনামধন্য গায়ক গায়িকারা। সুইডেনস্থ বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মহম্মদ গোলাম সরওয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১.০০টা এবং চলবে রাত ২১.৩০ পর্যন্ত। অনুষ্ঠানস্থল -মাল্মিনতালো, মাল্মি , হেলসিংকি।