৮ হাত-পা বিশিষ্ট ‘ঈশ্বর’ শিশুর জন্ম
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৪২,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
একটি দুটি নয়, আট হাত-পা বিশিষ্ট এক অদ্ভুত রকমের শিশু জন্মগ্রহণ করেছে ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর শহরে। স্থানীয়রা এ শিশুটিকে ‘ঈশ্বরের পুনর্জন্ম’ বলে মনে করছেন।
শিশুটির নাম রাখা হয়েছে ‘ঈশ্বর শিশু’। বহু অঙ্গ-প্রত্যঙ্গ বিশিষ্ট লোকের জন্ম দেশটির হিন্দু উপাসকদের কাছে সাধারণ একটি বিষয় বলে পরিগণিত। কারণ হিন্দু দেবতাদের অনেকে অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন।
তাই বিস্ময়কর শিশুটির আশির্বাদ পেতে পশ্চিমবঙ্গের স্থানীয় অজ্ঞাত ওই হাসপাতালের পানে ছুটে চলছেন হাজারো লোক। এমনকি সেখানকার রাস্তায় রাত্রিযাপন করছেন হাজারো মানুষ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বহু লোকের সমাগম হওয়ায় তাদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তারা। শিশুটিকে দেখতে ও তার আর্শিবাদ পেতে হাসপাতালের ভেতর ঢুকতে হাজারো মানুষ রাত-দিন রাস্তায় অপেক্ষা করছে। চেঁচামেচি ও তার জন্য আর্তনাদ করছেন অনেকে।
শিশুটি জন্মগতভাবে চারটি হাত ও চারটি পা নিয়ে ত্রুটিপূর্ণভাবে জন্মগ্রহণ করে চলতি সপ্তাহেই। তবে নিদিষ্ট দিনের কথা এখানে উল্লেখ করা হয়নি। চিকিৎসকদের ধারণা, দুটি যমজ শিশুটি জোড়া লেগে থাকার কারণে এভাবে জন্ম নিয়েছে সে।
তবে ত্রুটিপূর্ণভাবেও শিশুটির জন্ম হওয়ায়ও বেজায় খুশি তার বাবা-মা। তার ছেলেকে আটটি হাত-পা বিশিষ্ট হিন্দু দেবতা ভার্মার পুনর্জন্ম বলে মনে করছেন তারা। যদিও শিশুটির বাবা-মার পরিচয় প্রকাশ করা হয়নি।
শিশুটির এক অজ্ঞাত আত্মীয় স্থানীয় এক টিভি চ্যানেলকে বলেন, ‘যখন আমরা বিষয়টি শুনলাম, তখন বিশ্বাস করতে পারছিলাম না। নার্সরা তাকে ত্রুটিপূর্ণ শিশু বললেও আমি তাকে ঈশ্বরের পুনর্জন্ম বলে মনে করছি। প্রকৃত অর্থে এটা একটি অলৌকিক ঘটনা। সে ঈশ্বরের শিশু। তাছাড়া ভারতের হিন্দু দেবতার অনেকের অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ ছিল।’
গ্রামের প্রতিবেশি চুক্কা রাও (৬৭) বলেন, ‘যখন আমি ঈশ্বর শিশুর কথা শুনলাম, তখন আমার সামান্য সন্দেহ হলো। আমি আমার বিভিন্ন বন্ধু ও প্রতিবেশীদের মুখের কথা বিশ্বাস করতে পারছিলামা না। তাই নিজ চোখে আশ্চর্যের মতো বিষয়টি দেখে এলাম। আমি শিশুটিকে দেখে সত্যিই অবাক হয়েছি। এটি বিস্ময়কর।’
স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ঈশ্বর বিশেষ দূত ভেবে হাজারো লোক সেখানে উপস্থিত হয়েছেন। তাকে দেখার জন্য উচ্চস্বরে চেঁচামেচি করছেন। হাজারো মানুষ রাস্তার পাশে অস্থায়ী তাবু টাঙিয়েছে। নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
এর আগেও ভারতে ও দক্ষিণ আফ্রিকায় ৮ হাত-পা বিশিষ্ট শিশু জন্ম নিয়েছে।