৭ জন পাকিস্তানির ফাঁসি কার্যকর
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:৪৫,অপরাহ্ন ২৭ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
পাকিস্তানের পাঞ্জাব এবং বেলুচিস্তান প্রদেশের জেলে বন্দি সাতজনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেছে দেশটি। আজ বুধবার লাহোর, বেলুচিস্তান, গুজরাট এবং বিহার জেলে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, দণ্ডাদেশ প্রাপ্ত আবদুল খালিককে এক নারীকে হত্যা এবং শাহজাদকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে এ মৃত্যুদণ্ড দেয়া হয়। এদের দুজনের মৃত্যুদণ্ড লাহোর জেলে কার্যকর করা হয়েছে। অপর দুজনকে গুজরাট জেলে ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০০২ সালে নাসির আহমেদকে এক ব্যক্তিকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল।
অপর একজন ফয়সাল মাহমুদকে ১৯৯৯ সালে হত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিহার জেলায় অপর দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এরা হলেন আবদুল সাত্তার এবং সানা উল্লাহ। ১৯৯৭ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবয় হত্যার অভিযোগে আবদুল সাত্তারকে ফাঁসি দেয়া হয়। ২০০১ সালে সানা উল্লাহর বিরুদ্ধেও ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনা হয়। বেলুচিস্তান জেলে খান মাহমুদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে ২০০৪ সালে তার ভাই এবং ভাতিজাকে হত্যার অভিযোগ আনা হয়।