৭২৭ কোটি টাকার ফসল খেয়েছে ইদুর: কৃষিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:৩১:৫৮,অপরাহ্ন ২১ জুন ২০১৫
নিউজ ডেস্ক ::
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৪-১৫ অর্থ বছরে ইদুর কতৃক ধান ফসলের ক্ষতির পরিমান প্রায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা।
এ সময় তিনি আরও বলেন, ইদুর ২০১৪-১৫ অর্থ বছরে সর্বমোট ৭২৬ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি করেছে।
আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মতিয়া চৌধুরী বলেন, চালের ক্ষতির পরিমান প্রায় ২৯ হাজার ৬৬০ মে. টন। যার বর্তমান বাজার মূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা। তিনি বলেন, এছাড়া ইদুর কতৃক গম ফসলের ক্ষতির পরিমান প্রায় ২৯ হাজার ৬৬০ মে. টন। যার বাজার মূল্য প্রায় ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। ইদুর কতৃক ২০১৪-১৫ অর্থ বছরে সর্বমোট ৭২৬ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি করেছে বলে জানান তিনি।
মহিলা আসন-২৩ আসনের এমপি পিনু খানের অপর এক লিখিত প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, দেশে বর্তমান মৌসুমে (২০১৪-১৫ ) ৬৯ হাজার ৪০৩ মে. টন বীজতুলা হতে ১ লাখ ৫২ হাজার ৫৩৪ বেল আশ তুলা উৎপন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বস্ত্র উৎপাদনকারী দেশ। উৎপাদিত তুলা দেশের বর্তমান চাহিদার ২-০৩ ভাগ মেটাতে সক্ষম।