৭০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ২:২৭:০১,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
আচরণবিধি মেনে মন্ত্রী-এমপিদের সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে পূর্বাচল উপশহরে ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করার পাশপাশি দলীয় প্রার্থীদের বিজয় নিয়েও চিন্তাভাবনা করতে হবে।
সূত্র আরো জানায়, বৈঠকে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেন, ‘নিয়ম মেনে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে।’ ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘নির্বাচনী মাঠে প্রার্থীদের পক্ষে যতটুকু করা দরকার, তিনি ততটুকু দায়িত্ব পালন করছেন।’
বৈঠক সূত্র জানায়, টাইগারদের ধারাবাহিক সাফল্যে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পূর্বাচলে একটি স্টেডিয়াম তৈরি করা হবে বলেও ঘোষণা দেন, যার ধারণক্ষমতা হবে ৭০ হাজার দর্শক।