৭০ শতাংশ উপস্থিতি থাকলে পাবলিক পরীক্ষায় অংশ নেয়া যাবে
প্রকাশিত হয়েছে : ৯:২০:৫১,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলে ছাত্রছাত্রীদের এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করে দেশের সব বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে কোন বিধি নিষেধ না থাকলেও কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এর ব্যত্যয় ঘটে শতভাগ পাশের টার্গেট পূরণ করতে গিয়ে।
এছাড়া অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী পাবলিক পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে নির্বাচনী পরীক্ষার আয়োজন করতে হবে। নির্বাচনী পরীক্ষায় কোন শিক্ষার্থী ফেল করলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলে তাকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।