৭০০ টাকায় মোবাইল সেট
প্রকাশিত হয়েছে : ১২:১২:১০,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: মাত্র ৭০০ টাকায় মোবাইল দেবে ওখানেই ডটকম (www.okhanei.com)।
রাজধানীর বিজয় স্মরণীর কাছে বাংলাদেশ সামরিক জাদুঘরে ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘ডিসকাউন্ট ফেয়ার’। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করছে এক্সপো মেকার। দেশে এ ধরনের মেলার আয়োজন এবারই প্রথম।
এই মেলায় ৩১ নম্বর স্টলে জেডটিই (ZTE) ব্র্যান্ডের জি-এস ৫১৬ মোবাইল মাত্র ৭০০ টাকায় বিক্রি করবে ওখানেইডটকম।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিইও রাহিতুল ইসলাম বলেন, ‘মেলায় আমরা প্রায় ২৫০ রকমের পণ্য প্রদর্শন করবো। ই-কমার্স সাইটকে জনপ্রিয় করতে নানা রকম ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে স্টলে।’
রাহিতুল ইসলাম জানান, শুধু পণ্য প্রদর্শন নয়, যারা উদ্যোক্তা তাদেরও আমরা সম্পৃক্ত করতে চাই। এজন্য মেলার উদ্বোধনী দিনেই ফারজানা’স কালেকশনের সঙ্গে আমাদের চুক্তি হবে। তাদের নানা রকমের পোশাকও আনুষ্ঠানিক ভাবে ক্রেতারা পাবেন অনলাইনে।
এক্সপো মেকার জানায়, মেলায় ৬৭টি স্টল থাকবে। গেমারদের জন্য একটি গেমিং জোনেরও ব্যবস্থা থাকবে। গেমাররা সেখানে তাদের পছন্দের গেম খেলার পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।