৬ বছর পর আজ আবার ক্রিকেট পাকিস্তানে
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:১৭,অপরাহ্ন ২২ মে ২০১৫
খেলাধুলা ডেস্ক::
২০০৯ সালের ৩ মার্চ জঙ্গিদের অতর্কিত হামলায় ক্রিকেটের স্বাদ ভুলতে বসেছিল পাকিস্তান। যে বন্দুক কেড়ে নিয়েছিল পাকিস্তানের ক্রিকেট সেই বন্দুকের পাহারায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যে টি-২০ ম্যাচ দিয়ে ছয় বছরের ক্রিকেট খরা কাটতে যাচ্ছে।
এই খেলাকে ঘিরে পাকিস্তানিদের মধ্যে বইছে এক উৎসবের আমেজ। এই স্টেডিয়ামের সামনে স্টেডিয়ামে ঢোকার ঠিক আগে শ্রীলঙ্কা টিম বাসে অতর্কিতে হামলা চালায় জঙ্গীরা। আক্রমণে আহত হন কয়েকজন শ্রীলঙ্কার ক্রিকেটার৷ মারা যান বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী।
কড়া নিরাপত্তায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও জিম্বাবুয়ে মধ্যে গদ্দাফিতে এই ম্যাচের জন্য ইতিমধ্যে ২৭ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে পিসিবি। শহীদ আফ্রিদির অধিনায়কত্বে দলে স্থান পেয়েছেন শোয়েব মালিক, মোহাম্মাদ সামি, মোহাম্মাদ হাফিজের মতো ক্রিকেটার। আর জিম্বাবুয়ের নেতৃত্বে থাকবেন এলটন চিগুম্বরা। ক্রিকেটারদের সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ৬ হাজার নিরাপত্তাকর্মী। পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত্বব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট।