বিচিত্র সংবাদ:
পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নাকি শরীর ভাল থাকে। ডাক্তারদের এই আপ্তবাক্যকে নাকচ করে একটানা ৬০ বছর ধরে গোসল না করে দিব্যি সুস্থ ও হাসিখুশি রয়েছেন আমো হাজি।
৮০ বছরের এই বৃদ্ধের বসবাস ইরানে। এখনও প্রেমে পড়েননি, কিন্তু পড়তে চান যত দ্রুত সম্ভব।
কিন্তু তাঁর সঙ্গে ঘর করতে হলে শর্ত একটিই, সঙ্গিনীকেও তাঁর মতই গোসল না করে থাকতে হবে।