৬টি মিশনে রদবদল
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:১৭,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
কূটনৈতিক রিপোর্টার:: বিদেশস্থ বাংলাদেশের ছয়টি মিশনে রদবদল আনছে সরকার। এর অধিকাংশ মিশনে নিয়োগ দেয়া হচ্ছে নতুন মুখ। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লেবাননে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে আবু মোতালেব সরকারকে। বিসিএস ১৩ ব্যাচের এ কর্মকর্তা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক) হিসেবে কর্মরত। লেবানন থেকে ফেরত আনা হয়েছে গউসুল আযম সরকারকে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানায় সূত্র। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদকে একইভাবে ফিরিয়ে আনা হয়েছে। তার স্থলে নিয়োগ দেয়া হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করা এনামুল কবির অবসরে যাচ্ছেন। তার স্থলে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন তুরস্কের বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান। তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) আল্লামা সিদ্দিকী। মরিসাসের বাংলাদেশের রাষ্ট্রদূত সাব্বির আহম্মেদ চৌধুরীকে পাঠানো হচ্ছে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনে। সেখানে দীর্ঘদিন থেকে মিশন প্রধানের পদ শূন্য রয়েছে। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সর্বশেষ বাংলাদেশের দূত হিসেবে দক্ষিণ আফ্রিকায় কাজ করেছেন।