৫-১ গোলের হার বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৪৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: হার দিয়ে সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা।
শনিবার সকালে পুল ‘বি’-এর ম্যাচে দ্বিতীয় মিনিটেই মিয়াজাকি সুনিয়া জাপানকে দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে দেন। প্রথম গোল খাওয়ার ধকল শেষ হতে না হতেই ১১তম মিনিটে কাইয়ুকাওয়া কোজির গোলে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ১৮তম এবং ২২তম মিনিটে আরো ২ গোল খেয়ে একেবারেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ (৪-০)। ব্যক্তিগত দ্বিতীয় ও জাপানের পক্ষে শেষ এবং পঞ্চম গোলটি করেছেন সূচনায় গোল করা সুনিয়া।
বাংলাদেশের পক্ষে মামুনুর রহমান চয়ন সান্ত্বনাসূচক গোলটি করেছেন।
আজ রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ।