৫ হাজার টাকায় স্যামসং টাইজেন!
প্রকাশিত হয়েছে : ১:২৯:১১,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক: কোরীয় বহুজাতিক সংস্থা স্যামসং ভারতের বাজারে আনতে চলেছে তাদের নতুন অপারেটিং সিস্টেমের টাইজেন ওএসের মোবাইল ফোন ৷ চলতি মাসের শেষের দিকে তাদের এই নতুন ফোনটি বাজারে আসতে চলেছে ।
নয়া অপারেটিং সিস্টেমের ফোনটি ভারতের বাজার থেকেই বিক্রি শুরু হবে। এর আগে স্যামসাংয়ের কোনও প্রোডাক্ট ভারতের বাজার থেকে পথ চলা শুরু করেনি।
সূত্র থেকে জানা গিয়েছে, এই ফোনটিতে থাকবে ৫১২ এবি র্যাম, রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফোনটিতে থাকবে ৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে। নতুন এই ফোনটির দাম পড়বে পাঁচ থেকে ১০ হাজার টাকার মধ্যে।
এত কম দামে নয়া অপারেটিং সিস্টেমের ফোন বাজারে আনায় সংস্থার গ্রহনযোগ্যতা আরও বাড়বে, আশা স্যামসং কর্তাদের।