৫৮ যাত্রী নিয়ে নদীতে বিমান
প্রকাশিত হয়েছে : ৬:২১:২৮,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ৫৮ জন যাত্রী নিয়ে তাইওয়ানের একটি ডমেস্টিক বিমান নদীতে ভেঙে পড়েছে।
বুধবার সকালে তাইওয়ানের ট্রান্সএশিয়া এয়ারওয়েজের বিমানটির এ দুর্ঘটনা ঘটে।
তাইপের সংসান বিমানবন্দর থেকে উড়ালের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে। রাজধানী তাইপের কিলুং নদীতে বিমানটি প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে।
এ ঘটনায় অন্তত দুই জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
বিমানের মধ্যে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলেও জানা গেছে।
সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, একটি সেতুতে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারায়।
বিমানের বেশ কয়েক যাত্রীকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
এর আগে গত জুলাইয়ে তাইওয়ানে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হন।