৪ হাজার ফুট উপর থেকে পড়েও বাঁচলেন তিনি!
প্রকাশিত হয়েছে : ৬:০২:৫৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
বিচিত্র ডেস্ক :: তারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন শ্রীলঙ্কার ‘ওয়ার্ল্ডস এন্ড’ পাহাড়ে। চূড়ায় উপর ওঠার পর স্ত্রী ছবি তোলার জন্য মাত্র কয়েক পা পিছিয়েছিলেন। অমনি পা ফসকে পড়লেন চার হাজার ফুট ওপর থেকে। ভাগ্যের জোর নেহাত কম নয়। তাই চার হাজার ফুট নিচে না পড়ে ১৩০ ফুট নিচের একটি গাছে সঙ্গে ঝুলছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
চার হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে একমাত্র ব্যক্তি ওই ডাচ নাগরিক। সদ্য বিবাহিত ওই ডাচ দম্পতি গতকাল শনিবার মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ওয়ার্ল্ডস এন্ডে।
শ্রীলঙ্কার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জায়ানাথ জায়াউয়েরা বলেন, চূড়া থেকে পড়ে যাওয়া ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি তার নববধূর ছবি তুলতে গিয়ে পড়ে যায়। তিনি খুবই ভাগ্যবান কারণ চূড়া থেকে পড়ে গিয়ে ১৩০ ফুট নিচে একটি গাছের উপরে পড়েছিলেন।
চূড়া থেকে পড়ে যাওয়ার পরপরই সেনাবাহিনী দ্রুত উদ্ধারে নেমে পড়ে। এরপর তারা দড়ির মাধ্যমে ওই ব্যক্তির কাছে পৌঁছায় এবং একটি টানা যন্ত্রের মাধ্যমে তাকে তুলে আনে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে ৪০ জন সেনা অংশ নিয়েছিল। এরপর সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে উদ্ধারে অংশ নেয়। উদ্ধারের পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন ভালো এবং সে বিপদমুক্ত। সূত্র: টেলিগ্রাফ।