৪ সপ্তাহের আগাম জামিন পেলেন রুবেল হোসেন
প্রকাশিত হয়েছে : ১০:৫২:২৫,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
আজ সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চে রুবেলের পক্ষে জামিনের আবেদনের শুনানি হয়।
উল্লেখ্য, গত ১৩ই ডিসেম্বর চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় ঐ মামলাটি দায়ের করেন। মিরপুর মডেল থানার পুলিশ বলছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়েছে।