৪ প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর বাস উপহার
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৫৯,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
২টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি মেডিকেল কলেজ ও ১টি বিশেষায়িত হাসপাতালকে বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে তিনি গাড়ির চাবি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিন, খুলনা জেলার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটির পক্ষে পরিচালক বিধান চন্দ্র গোস্বামী, খুলনা মেডিকেল কলেজের পক্ষে অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ আল মাহবুব এবং খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের পক্ষে ভাইস প্রিন্সিপাল লে. কর্নেল কাজী অনিরুদ্ধ বাসটির চাবি গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।