৪ জুন বাজেট পেশ, ৩০ জুন সংসদে পাশ
প্রকাশিত হয়েছে : ১২:৪২:২১,অপরাহ্ন ০১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সোমবার শুরু হওয়া দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হবে আগামী ০৯ জুলাই। আর ৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষ আগামী ৩০ জুন তা সংসদে পাস হবে। আজ সোমবার জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা ৪৫ ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে।
বৈঠকে সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। আর ৪ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকাল সাড়ে ৩টায় আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন। তবে প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো কিংবা বা কমাতে পারবেন স্পিকার।
এছাড়া মঙ্গলবার ও বাজেট উপস্থাপনের দিন ছাড়া রমজানের আগ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হবে। রমজানের সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে অধিবেশন দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২০ ও ২৭ জুন শনিবারও অধিবেশন অনুষ্ঠিত হবে।