৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সুনামগঞ্জ জেলা বিএনপির মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:০৬,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বুধবার সুনামগঞ্জ কোর্ট পয়েন্ট থেকে জেলা বিএনপির আহ্বায়ক নাছির চৌধুরীর নেতৃত্বে মিছিল বের করা হলে পুরাতন বাস্ট্যান্ড এলাকায় পুলিশ বাঁধায়পড়ে। পুলিশ বাঁধা অতিক্রম করতে না পেরে তারা রাস্থায় সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রথম সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, এ্যাড মাসুক আলম, এ্যাড আব্দুল হক, আতম মিছবা, অধ্যক্ষ শেরগুল আহমদ, এ্যাড শামসুর রহমান, এ্যাড আব্দুল জলিল, এ্যাড নাজিম কয়েস আজাদ , এ্যাড শাহীনুর রহমান, এ্যাড কবির আহমদ, এ্যাড আজমল হোসেন, এ্যাড মনির উদ্দিন, এ্যাড শফিকুল ইসলাম, এ্যাড আব্দুল আহাদ, এ্যাড সালেহ আহমদ, এ্যাড আবুল কাশেম, এ্যাড সাজ্জাদ, এ্যাড জামাল উদ্দিন, এ্যাডভোকেট আব্দুল মজিদ জুয়েল আহমেদ, এ্যাড ফয়ছল আহমদ, মোস্তাক আহমদ, আব্দুল মজিদ, দেওয়ান রাবিন আনোয়ার, শামীম আহমদ, কামাল পাশা, মোনাজ্জির, নূরুল আলম, সুয়েব চৌধুরী, হোসেন আমীর, জাকিরুল ইসলাম তপু, মঈনুল ইসলাম, শফিউল ইসলাম, মোঃ জুয়েল, আহমদ, মোঃ ফারুক মিয়া, মাহমদ, আব্দুস শহীদ, সেলিম আহমদ, একে কুদরত পাশা, মকসদ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ময়না মিয়া আবুল কালাম ছাত্রদল নেতা ফরহাদ শাহ প্রমূখ।