৪৮ ঘণ্টার হরতাল চলছে ঢাকা বিভাগে
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:১২,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীসহ ঢাকা ও খুলনা বিভাগে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ চলছে হরতালের প্রথমদিন।
ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
সরকারের বিরুদ্ধে দমননীতি চালানোর অভিযোগ তুলে এই জোট হরতাল কর্মসূচি নিয়েছে দলটি।
বিএনপির নেতারা বলেছেন, সারাদেশে যৌথবাহিনীর অভিযানের নামে ছাত্রদলসহ তাদের জোটের নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন চালানো হচ্ছে এবং ঢাকায় ছাত্রদলের একজন নেতাকে পুলিশ হত্যা করেছে।
তবে পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হচ্ছে।
পুলিশের কর্মকর্তারা বলেছেন, ঢাকায় ছাত্রদলের যে নেতার মৃত্যু হয়েছে, তাকে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার সাথে জড়িত সন্দেহে আটকের পর তার সহযোগিদের ধরতে তাকে নিয়ে অভিযানে গেলে পুলিশের ওপর আক্রমণ হয়েছিল।তখন গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতাদের অনেকে বলেছেন, ১৫দিন ধরে অবরোধ কর্মসূচি চলার কারণে অনেক সময় শিথিল একটা পরিবেশ তৈরি হচ্ছে।
এই শিথিলতা ঠেকাতে তারা ফাঁকে ফাঁকে হরতাল কর্মসূচিও রাখছেন।
নিউজ ডেস্ক :: রাজধানীসহ ঢাকা ও খুলনা বিভাগে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ চলছে হরতালের প্রথমদিন।
ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
সরকারের বিরুদ্ধে দমননীতি চালানোর অভিযোগ তুলে এই জোট হরতাল কর্মসূচি নিয়েছে দলটি।
বিএনপির নেতারা বলেছেন, সারাদেশে যৌথবাহিনীর অভিযানের নামে ছাত্রদলসহ তাদের জোটের নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন চালানো হচ্ছে এবং ঢাকায় ছাত্রদলের একজন নেতাকে পুলিশ হত্যা করেছে।
তবে পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হচ্ছে।
পুলিশের কর্মকর্তারা বলেছেন, ঢাকায় ছাত্রদলের যে নেতার মৃত্যু হয়েছে, তাকে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার সাথে জড়িত সন্দেহে আটকের পর তার সহযোগিদের ধরতে তাকে নিয়ে অভিযানে গেলে পুলিশের ওপর আক্রমণ হয়েছিল।তখন গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতাদের অনেকে বলেছেন, ১৫দিন ধরে অবরোধ কর্মসূচি চলার কারণে অনেক সময় শিথিল একটা পরিবেশ তৈরি হচ্ছে।
এই শিথিলতা ঠেকাতে তারা ফাঁকে ফাঁকে হরতাল কর্মসূচিও রাখছেন।