৪৫ মিনিট থমকে ছিল চট্টগ্রাম
প্রকাশিত হয়েছে : ১০:০৫:৪৭,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সর্বস্তরের ব্যবসায়ীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী আর আন্দোলনে ৪৫ মিনিট থমকে ছিলে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ৪৫ মিনিট ধরে নগরীর শেখ মুজিব রোড আগ্রাবাদ চৌমুহনী থেকে আগ্রাবাদ বানিজ্যিক এলাকা চেম্বার কার্যালয় পর্যন্ত হাজার হাজার হাজার ব্যবসায়ী সড়কের দুই পাশে অবস্থান নিয়ে দেশে চলমান অরাজক পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছেন।
‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও, সবার উপরে দেশ’-এর স্লোগানে অবস্থান কর্মসূচী আর মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, ‘দেশে চলমান এমন নষ্ট রাজনীতি আমরা চাই না, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে চাই। দেশের চলমান অচলাবস্থায় ব্যবসায়ীরা আজ পথে বসার উপক্রম হয়েছে। পেট্রোল বোমায় পুড়ছে দেশের অর্থনীতি, পুড়ছে দেশের নিরপরাধ নিরীহ সাধারণ মানুষ। দেশের অর্থনীতির চাকা পুরোপুরি থেমে যাওয়ার উপক্রম হয়েছে।’
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ‘চলমান অচলাবস্থা অব্যাহত থাকলে আগামী সপ্তাহে ব্যবসায়ীরা কঠোর থেকে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। আমরা রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমরা কোন সংঘাত চাই না।’
সকাল সাড়ে ১১টায় আগ্রাবাদ শেখ মুজিব রোডের চৌমুহনীতে রিকন্ডিশন গাড়ি আমদানীকারকদের সংগঠন বারভিডার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী শুরু হয়। এখানে মানবন্ধনে বক্তব্য রাখেন বারভিডা’র মহাসচিব মাহবুবুল হক বাবর।
বারভিডা’র নেতৃবৃন্দ মানবন্ধনে বলেন, ‘চলমান হরতাল অবরোধে চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত প্রায় ৭ হাজার গাড়ি আটকা পড়ে আছে। অবরোধের কারণে আমদানিকৃত গাড়ি খালাস করা যাচ্ছে না। এমন নষ্ট রাজনীতির কবলে পড়ে বারভিডা সংগঠনের ব্যবসায়ীরা কমপক্ষে ৭ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।’
পরে বারভিডার একটি বিক্ষোভ মিছিল আগ্রাবাদস্থ চট্টগ্রাম চেম্বার অব কমার্স আয়োজিত অবস্থান কর্মসূচীর সঙ্গে মিলিত হয়।
সমগ্র চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে চেম্বারের এই অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের এই রাজনীতি আমরা চাই না। দেশের অর্থনীতি বাঁচাতে, দেশ বাঁচাতে এবং সবার উপরে দেশের গুরুত্ব বিবেচনা করতে রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষন করতে আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
চেম্বার সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতি আজ পুড়ে ছাই হচ্ছে। চট্টগ্রামসহ দেশের কোথাও কোন ব্যবসায়ী ব্যবসা করতে পারছে না। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।’
চেম্বারের এই মানববন্ধনে অংশ নেন, বিজিএমইএ, বিকেএমইএ, ওমেন চেম্বার, চট্টগ্রাম দোকান মালিক সমিতি, ট্রান্সপোর্ট ব্যবসায়ী মালিক সমিতি, টায়ার টিউব ইম্পোটার্স, সুইটমিট ব্যবসায়ী সমিতি, পরিবহন ব্যবসায়ী সমিতি, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি, নিউমার্কেট দোকান মালিক সমিতিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া চট্টগ্রামের সবকটি শপিং মল, মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরারা এই কর্মসূচীতে অংশ নেন।