৩ ভাগ হবে ঢাকা বিভাগ
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:৩৮,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকা বিভাগকে তিনভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের ঊধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে ময়মনসিংহ বিভাগকে দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
প্রধামন্ত্রী বলেন, ‘টেবিলে ফাইল পড়ে থাকা দীর্ঘদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা এখন আর চলবে না। তাই দ্রুত ফাইল পার করতে হবে।’
তিনি বলেন, ‘দেশে যে সব পরিত্যাক্ত জমি আছে সেসব জমিতে সরকারি কর্মকর্তাদের আবাসন গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।’
এসময় তিনি কর্মকর্তাদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান।