৩ বছরের শিশুর গুলিতে আহত বাবা-মা
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৩৮,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ৩ বছরের এক শিশুর গুলিতে আহত হয়েছে সতার অন্ত:সত্বা মা ও তার বাবা। একটি হোটেল কক্ষে সে পিস্তল নিয়ে খেলছিল। হঠাৎ হাত চলে যায় ট্রিগারে। ব্যস! প্রথমে গুলি লাগলো পিতার গায়ে, এরপর অন্তঃসত্ত্বা মায়ের গায়েও লাগলো সেই একই গুলি।
গত শনিবার মায়ের হাতব্যাগ থেকে আইপড খুঁজতে গিয়ে পিস্তলটি হাতে আসায় সেটি নিয়েই খেলতে থাকে ৩ বছর বয়সী শিশুপুত্র। এ সময় ট্রিগারে চাপ পড়লে পিতার নিতম্বে লাগে গুলি এবং সেটি বেরিয়ে গিয়ে শিশুটির মায়ের ডান কাঁধে লাগে। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা।
শিশুটির পিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলেও, মা এখনও হাসপাতালে ভর্তি। হোটেল কক্ষে ৩ বছর বয়সী শিশুটির সঙ্গে তার ২ বছর বয়সী বোনও ছিল। আপাতত, শিশু দুটির দেখাশোনা করছে স্থানীয় চিল্ড্রেন ওয়েলফেয়ার কর্তৃপক্ষ।
পিতামাতার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার আইনে অবহেলার অভিযোগ আনা যেতে পারে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। এদিকে অহরহ এ ধরনের ঘটনা ঘটছে যুুক্তরাষ্ট্রে। অস্ত্র আইনে কড়াকড়ির বিষয়টি নিয়ে এর আগে বিভিন্ন পদক্ষেপও নেয়া হয়েছে। তা সত্ত্বেও অনাকাক্সিক্ষত এ ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। অচিরেই দেশটির সরকার এ ধরনের ঘটনা ঠেকাতে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।