৩৮ বছরের বৈবাহিক জীবনে সন্তানের সংখ্যা ৩৪, বাড়ছে এখনো!
প্রকাশিত হয়েছে : ২:১৭:৫৭,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
আমেরিকার জেনি এবং পল ব্রিগসের ৩৮ বছরের বৈবাহিক জীবনে সন্তানের সংখ্যা ৩৪। এদের মধ্যে ২৯ জনকে বিভিন্ন দেশ থেকে দত্তক নিয়েছেন এই দম্পত্তি। তারা এই বাচ্চাদের দত্তক নিয়েছেন মেক্সিকো, ঘানা ও ইউক্রেন থেকে এবং তাদের পরিবারের সদস্য সংখ্যা এখনো বাড়ছে। তারা জন্ম দিয়েছেন পাঁচটি বাচ্চার।
জেনি ব্রিগস ১৯৮৫ সালে প্রথম মেক্সিকোর এক এতিমখানা থেকে আব্রাহাম নামের দুই বছরের এক অন্ধ ছেলেকে দত্তক নেন এবং তার বর্তমান বয়স ৩১ বছর। আব্রাহামসহ জেনি রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া ও ঘানা থেকে আরো ২৮ জনকে দত্তক নেন। জন্ম দেয়া এবং দত্তক নেয়া সন্তানসহ তাদের পরিবারের সদস্য সংখ্যা এখন ৩৪।
পরিবারের সদস্য সংখ্যা শুনে খুব বড় পরিবার বলে মনে হলেও জেনি ও পলের কাছে পরিবারের সদস্য সংখ্যা মোটেই বেশি নয়। কারণ তারা আরো দুটি সন্তান দত্তক নিতে যাচ্ছেন।
জেনি জানান, জাবিন কফি এবং জন ডেভিড নামের তিন মাস বছর বয়সী আরো দুটি বাচ্চাকে তারা দত্তক নিতে যাচ্ছেন। দেশের দত্তক নেয়ার সকল নিয়মপূর্ণতার পর তারা জেনির পরিবারে যোগ দিবেন।
প্রত্যেকবার দত্তক নেয়ার সময় তাদের দীর্ঘ সময় লেগেছে। এর মধ্যে সবচাইতে কম সময় লেগেছে দুই মাস এবং সর্বোচ্চ সময় লেগেছে এক বছর ছয় মাসের মতো।
গত ২৯ বছরে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেনিকে বৃদ্ধি করতে হয়েছে তার ঘরের জায়গার পরিমান। তার ঘরে পাঁচ হাজার বর্গফুটের ৯টি বেডরুম রয়েছে।