৩৮জন রোগীকে খুন করে সেলফি!
প্রকাশিত হয়েছে : ১:২৫:৫১,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
সেলফি তোলার জন্য মানুষ কী না করতে পারে, তার একটি উদাহরণ এই নার্স। ড্যানিয়েলা পগ্গিয়ালি নামের এই নার্স অন্তত ৩৮ জন রোগীকে খুন করেছেন কারণ তারা সেলফি তোলায় বিঘ্ন ঘটিয়েছেন। মেল অনলাইন সূত্রে এমনটাই খবর।
শুধু তাই নয়, মৃতদেহের সঙ্গে ছবি তোলায় রেকর্ড গড়েছেন ইতালীয় এই নার্স। একের পর এক মৃতদেহের সঙ্গে ছবি তোলাটা এই নার্সের ‘হবি’। লুগো শহরের একটি হাসপাতালে কাজ করেন ড্যানিয়েলা। সম্প্রতি এই হাসপাতালেই ৭৮ বছরের এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতার দেহে পটাসিয়াম ক্লোরাইড ঢোকানো হয়েছে বাইরে থেকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেই রোগীকে বিষ খাইয়েছিলেন ড্যানিয়েলাই। সেলফি তোলার সময় বিরক্ত করায় তাকে খুন করেন এই নার্স।-সুত্র:কলকাতা24x