৩৫তম বিসিএস প্রিলি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:০৮,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ওইদিন ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে সকাল সাড়ে নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে। পিএসসির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রাথমিক আবেদনপত্র জমা দিয়েছে। এবার এই প্রার্থীর সংখ্যা দুই লাখ ৪৪,১০৭ জন।
পিএসসি চেয়ারম্যান বলেন, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী হওয়ায় প্রয়োজনীয় সংখ্যক হল প্রাপ্তি, সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা চূড়ান্ত ও নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখে পরীক্ষা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার হল, আসন বিন্যাস ও নির্দেশাবলী পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
গত ২৩ সেপ্টেম্বর নতুন নিয়মে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যাতে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর এবং এক ঘণ্টার এমসিকিউ দুই ঘণ্টা নেয়ার কথা।
এবার বিভিন্ন ক্যাডারে ১,৮০৩ জন প্রার্থী নেওয়া হবে। আবেদনকারীর সংখ্যা অনুযায়ী, প্রতি পদের জন্য ১৩৫ জন প্রার্থী লড়বে। ৩৪তম বিসিএসে প্রার্থীর সংখ্যা ছিল দুই লাখ ২১,৫৭৫ জন।
৩৫তম বিসিএসে আবেদন ফরম পূরণ ও ফি জমাদান শুরু হয় ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ অক্টোবর সন্ধ্যা ছয়টায় অনলাইনে আবেদনের সময় শেষ হয়। এরপর আরো ৭২ ঘণ্টা অনলাইনে ফি জমা দেয় প্রার্থীরা।
এবার ঢাকায় এক লাখ ৫৫,২৪৪ জন, রাজশাহীতে ২১,৮৭৩ জন, চট্টগ্রামে ২০,৪৬৯ জন, খুলনায় ১৪,০৭৮ জন, বরিশালে ৫,৭২৯ জন, সিলেটে ৯,৮৫৮ জন এবং রংপুরে ১৬,৮৫৬ জন প্রার্থী আবেদন করেছেন।