৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৫৩,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন।
বৃহস্পতিবার বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হয়। আগে ১০০ নম্বরে এক ঘণ্টা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতো।