৩২ শিশুকে ধর্ষণের পর…
প্রকাশিত হয়েছে : ৩:০৯:৩০,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক :: ৩২ জন শিশু-শিক্ষার্থীকে তিন বছর ধরে ধর্ষণের পর গ্রেফতার হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। ভারতের মিজোরামে, নির্যাতনের শিকার দুই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে শুক্রবার চম্পাইয়ের ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যেই তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজোরামের সাইচল ভিলেজ প্রাইমারি স্কুলের ওই শিক্ষক গত তিন বছর ধরে ৩২ জন ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের পাশাপাশি, নানাভাবে যৌন হেনস্থাও করেছেন।
নির্যাতিত ছাত্রীরা আট থেকে ১২ বছর বয়সী। এ ঘটনা যাতে বাইরে না জানানো হয়, সে জন্য নির্যাতিত শিক্ষার্থীদের কঠিন হুমকিও দিতেন ওই লম্পট শিক্ষক । তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ।