২ মণ ওজনের বাঘাইড়
প্রকাশিত হয়েছে : ১০:০২:২০,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু সেতুর দক্ষিণে যমুনা নদীতে ধরা পড়েছে ২ মণ ওজনের বাঘাইড় মাছ। শনিবার রাতে ফাঁস জাল দিয়ে মাছটি ধরেন কালিহাতী উপজেলার গড়িলা বাড়ি গ্রামের আজিজুল হক। রোববার সকালে ২ মণ ওজনের ওই বাঘাইড় মাছ তোলা হয় ভূঞাপুরের গোবিন্দাসী বাজারে।
মাছটির দাম হাঁকা হয় ১ লাখ টাকা। প্রাথমিকভাবে তা ৬২ হাজার টাকায় কিনে নেন খানুর বাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী বাবলু হালদার। পরে ওই মাছটি স্থানীয় রহমান মাস্টার ৬৬ হাজার টাকায় ক্রয় করে ভাগবাটোয়ারা করে নেন। আর এ বিশাল আকৃতির বাঘাইড় মাছটি একনজর দেখতে শ শ মানুষ ভিড় জমায় গোবিন্দাসী বাজারে।