২ জন রিমান্ডে সাগর-রুনি হত্যা মামলায়
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:১১,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় এনামুল ওরফে হুমায়ুন কবির এবং পলাশ রুদ্র পাল নামের দুইজনের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়ার আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মেহেরুন রুনি ।