২৬ মার্চ ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদী
প্রকাশিত হয়েছে : ২:২৮:৩৪,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় অতিথি হয়ে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ ঘণ্টার সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। তার সফরেই মোদীর সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হতে পারে বলে জানা গেছে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে তিনি ঢাকা আসছেন। এতে অমিমাংসিত ইস্যুগুলোতে ঢাকার অবস্থান জানানোর পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মোদীর সফরের জন্য অনানুষ্ঠানিক প্রস্তাব দিতে যাচ্ছে বাংলাদেশ বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, নরেন্দ্র মোদীর নির্দেশনায় ভারতের নতুন দায়িত্ব পাওয়া পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সার্কের সদস্য দেশগুলোয় সফর করবেন। ‘সার্ক যাত্রা’ নামের এ সফরের শুরুতেই তিনি যাচ্ছেন ভুটানের থিম্পুতে। পরদিন সোমবার আসবেন ঢাকায়। মঙ্গলবার যাবেন পাকিস্তানের ইসলামাবাদে। বুধবার সফরে যাবেন আফগানিস্তানের কাবুলে। ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীসহ সরকারী কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।