২৫ মা পেলেন অগ্নিগর্ভা মায়ের স্বীকৃতি
প্রকাশিত হয়েছে : ১:০৮:১০,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আন্তর্জাতিক মা দিবসে আজ রোববার আজাদ প্রোডাক্টস ২৫ জন রত্নগর্ভা মাকে সম্মানিত করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মায়েরা এ উপলক্ষে আজ জড়ো হয়েছিলেন রাজধানীর একটি হোটেলে।
এ বছর রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছেন অনিতা চৌধুরী, নাসরিন ফাতেমা আউয়াল, বেগম রাশিদা চৌধুরী, আনোয়ারা খাতুন, নুরুন্নাহার হীরা, গুলনাহার লুৎফে আরা, জয়নব বেগম, সায়েরা রহমান, নীলুফার বেগম, সালেহা খাতুন, সাহেরা খাতুন, ছালেহা বেগম, জোহরা খাতুন, বেগম আয়েশা খানম, শামছুন নাহার, লিলি বেগম, গুড়ি চাকমা, বিজলী বিশ্বাস, স্বপ্না বড়ুয়া, মেরী বার্নাডেট রয়, আনোয়ারা ইসলাম, ফাতেমা রশিদ, হাসনে আরা গিয়াস, নূরের নেছা ভূইয়া ও মনোয়ারা বেগম।
এ বছর যাঁরা রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছেন, তাঁদের মধ্যে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী, মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল, প্রয়াত শিল্পী মাহমুদুন্নবীর স্ত্রী এবং ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর মা রাশিদা চৌধুরী আছেন। এ ছাড়া আছেন লোকচক্ষুর অন্তরালে থেকে সন্তানদের লালন-পালন করে যাওয়া মায়েরাও।
আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, এ বছর রত্নগর্ভা মা প্রতিযোগিতায় ৮৫০ মায়ের নাম পাঠিয়েছিলেন তাঁদের সন্তানেরা। সেখান থেকে বাছাই করে ২৫ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সব মাকেই সম্মানিত করতে চাই। খুব কষ্ট হয় যখন মায়েদের নাম বাদ দিতে হয়। আগামী দুই বছর আর নতুন নাম আমরা অন্তর্ভুক্ত করব না। এ বছরের তালিকা থেকেই মায়েদের পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী প্রমুখ।