২৪ ঘণ্টায় গ্রেফতার ৯১ আসামি
প্রকাশিত হয়েছে : ৬:০৯:৪৩,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বগুড়ার গত ২৪ ঘণ্টায় সবকটি উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ ৯১ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সকালে এক বার্তার মাধ্যমে জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি/বি-সার্কেল) উজ্জল কুমার রায় এ তথ্য জানান।
তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১২টি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সদর উপজেলায় ৩৯, সোনাতলায় ৭, গাবতলীতে ৬, সারিয়াকান্দীতে ২, ধুনটে ৫, শেরপুরে ৫, নন্দীগ্রামে ২, আদমদীঘিতে ৩, দুপচাচিয়ায় ৮, কাহালুতে ২, শাজাহানপুরে ৪, শিবগঞ্জে ৬ গ্রেফতার করা হয়। এছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরো ২ জনকে গ্রেফতার করে।
অভিযানের সময় কয়েকজনের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ বোতল ফেন্সিডিল, ১১ পিস ইয়াবা, এক কেজি ৬৫০ গ্রাম শুকনো গাঁজা, ১৩ গ্রাম হেরোইন ও এক হাজার ৮০০ পিস নিষিদ্ধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।