২৪ ঘণ্টার মধ্যে পোস্টার না সরালে মিলনের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৩৮,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
জাতীয় পার্টি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন ২৪ ঘণ্টার মধ্যে নিজের পোস্টার না সরালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রিটার্নিং অফিস।
শনিবার ঢাকা দক্ষিণ রিটার্নিং অফিস থেকে সাইফুদ্দিন আহমেদ মিলনের বিরুদ্ধে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করা হয়। রবিবার রিটার্নিং অফিসে এর জবাব দিয়ে বের হওয়ার পর মিলন বলেন, এগুলো অনেক আগের পোস্টার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সরিয়ে ফেলতে।
দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সরওয়ার মোর্শেদ বলেন, পোস্টারগুলো সরাতে সাইফুদ্দিনকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। তা না করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনি আচরণবিধি অনুসারে, ভোট গ্রহণের ২১ দিন পূর্বে কোনও প্রকার প্রচারণা চালানো যাবে না।