‘২০ দল ভাঙবেনা, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি’
প্রকাশিত হয়েছে : ২:০১:৩১,অপরাহ্ন ২০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের প্রতি অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আওয়ামী লীগ বিএনপিতে ভাঙ্গন ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। ২০দল ভাঙবে না। বরং ২০ দল আরও সম্প্রসারিত হবে।’
আজ শুনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ‘ভারতের সাথে নতুন চুক্তি: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।
‘২০ দল কী করবে, কাকে রাখবে, কাকে রাখবে না- এটা নিয়ে আওয়ামী লীগের এত মাথা ব্যাথা কেন, আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রাখেন তিনি।’
ভারতে-বাংলাদেশ সম্পাদিত চুক্তিতে বাংলাদেশ কিছুই পায় নি দাবি করেন খন্দকার মাহবুব। তিনি বলেন,‘এই চুক্তিতে বাংলাদেশ কিছুই পায় নি। আমরা এখনও জানিনা চুক্তিগুলোর মধ্যে কি আছে। এসময় সম্পাদিত চুক্তিগুলো জাতীয় সংসদে পেশ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারকে ভোটারবিহীন এবং অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশ পড়ে আছেন।’
আয়োজক সংগঠেনর সভাপতি আবু নাসের মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ ইবরাহীম বীর প্রতীক, লেবার পর্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গনিসহ প্রমুখ।