২০৪১ সালের মধ্যে দেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত রাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ১:০৭:০৫,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আগামী ২০৪১ সালের মধ্যে এশিয়া মহাদেশে বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অন্যতম উন্নত রাষ্ট্র বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছে। আমাদের ব্যবসা-বাণিজ্য যতো বাড়বে, অর্থনৈতিক উন্নয়নও ততো দ্রুতগতিতে হবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রফতানির পাশাপাশি দেশে বাজার সৃষ্টি করতে হবে। চাহিদার চেয়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হয়েছে। রফতানি ১০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়নে উন্নিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, ছিটমহলবাসীর কথা চিন্তা করে বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালে স্থল সীমান্ত চুক্তির উদ্যোগ নিয়েছিলেন। সেটা পঁচাত্তরের কালরাত পরবর্তী দুঃসময়ে বাস্তবায়ন হয়নি। এখন আমরা তার সেসব পদক্ষেপ বাস্তবায়ন করছি। এখন সীমান্তবাসীর খাবার, শিক্ষা, যোগাযোগসহ সব ধরনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থল সীমান্ত চুক্তি সম্পাদনে সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ায় ভারতকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা নেই। সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণসহ শান্তিপূর্ণ সহ অবস্থানের রক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।