২০১৪’র শেষদিনে হরতাল, নতুন বছর শুরু হরতাল দিয়ে
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:৪১,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আজ জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন চলছে। বছরের শেষ দিনও আজ। বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যদিয়ে চলছে এ হরতাল।
এছাড়া ২০১৫ সাল শুরু হবে হরতাল দিয়ে। নতন বছরে চলবে জামায়াতের ডাকা দ্বিতীয়দিনের হরতাল।
জামায়াতের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে হরতাল। মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদন্ডের প্রতিবাদে এই হরতাল আহবান করেছে জামায়াত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারুল ইসলামের বিরুদ্ধে রায় ঘোষণার পর গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালের ঘোষণা দেন।
অ্যাম্বুলেন্স, লাশবাহী গাডি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
হরতালের প্রথমদিন সকাল সাড়ে ছয়টার দিকে একটি কাভার্ড় ভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থকেরা। ভোরে রাজধানীর বাইরে থেকে দূরপাল্লার বাস আসলেও কোনো বাস রাজধানী থেকে ছেড়ে যায়নি।
এদিকে, হরতালকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ও স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক থাকতে দেখা গেছে।