১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:০২,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, চলমান এসএসসি পরীক্ষা মার্চ মাসের মধ্যেই শেষ হবে এবং ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়েই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার রাজধানীর সরকারি ল্যাবরেটরি হাইস্কুল ও ধানমণ্ডি বয়েজ হাইস্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের উর্ধ্বতন কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘হরতাল ও নাশকতার কারণে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থীরা যাতে হতাশ হয়ে না পড়ে- এ জন্য আপনারা সন্তানদের উৎসাহ দেবেন। তাদের বলবেন- তোমরা ঠাণ্ডা মাথায় পরীক্ষা দাও। আমাদের সময় আরও অনেক সমস্যার মধ্যে পরীক্ষা দিতে হতো।’
তিনি এ সময় ২০ দলীয় নেত্রী খালেদা জিয়াকে আবারো হরতাল বন্ধের আহবান জানিয়ে বলেন, ‘আজকের এ শিক্ষার্থীরাই আগামী ৩০/৪০ বছর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হরতালের কারণে পরীক্ষা পেছালে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। তারা যোগ্য নেতৃত্বগুণ নিয়ে বড় হতে পারবে না। এতে দেশ ও জাতির বিরাট ক্ষতি হচ্ছে। আশা করি বিষয়টি উপলব্ধির মাধ্যমে হরতাল প্রত্যাহার করে নেবেন।’
অভিভাবকদের শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি ২০ দলীয় নেতাদের অনেকবার অনুরোধ করেছি- যাতে পরীক্ষা শুরুর আগে ও পরে অন্তত দুই ঘণ্টা করে হরতাল-অবরোধ না দেয়। কিন্তু তারা সেটা করছেন না। উল্টো বিএনপির এক নেতা বলেছেন- কিসের পরীক্ষা!’
তিনি বলেন, ‘কাণ্ডজ্ঞানহীন, মূর্খ ও অপদার্থ না হলে কি, কেউ এমন মন্তব্য করতে পারেন?’
আর সকলের সহযোগিতায় শান্তির্পূণভাবেই পরীক্ষা শেষ করা যাবে বলে তিনি অভিভাবকদের আশ্বাস দেন।
পরীক্ষার খাতাগুলো যেন তাড়াহুড়ো করে দেখা না হয়- অভিভাবকদের এমন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়েই পরীক্ষার ফলাফল ঘোষণা করবো। তবে কোথাও কোন তাড়াহুড়া করা হবে না। শিক্ষকগণ ভালভাবেই খাতা দেখবেন।’