১৯তম সার্ক সম্মেলন পাকিস্তানে
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৫৩,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
১৯তম সার্ক শির্ষ সম্মেলন হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই ঘোষণা দিয়েছেন।
বুধবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সম্মেলনের উদ্বোধন করা হয়।
এতে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক হওয়ার ঘোষণা দিয়ে নওয়াজ শরীফ বলেন, এ অঞ্চলের দারিদ্র বিমোচন করে এগিয়ে নেওয়ার জন্য সার্ককে আরও গতিশীল করতে হবে।
সার্ক শীর্ষ নেতাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনও এই জোট অনেকটাই পিছিয়ে, এমন মন্তব্য করে তিনি বলেন, সিদ্ভান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দিতে হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সার্কের বিদায়ী চেয়ার মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম চেয়ারের দায়িত্ব হস্তান্তর করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার কাছে।
পরবর্তী শীর্ষ সম্মেলন পর্যন্ত তিনি চেয়ারের দায়িত্ব পালন করবেন।
এর আগে সকাল ৮টার মধ্যেই হোটেল সলটিতে থেকে দক্ষিণ এশিয়ার আট দেশের শীর্ষ নেতারা সম্মেলনস্থল সিটি হলে (রাষ্ট্রীয় সভাগৃহ) পৌঁছান।