১৬ রমজান থেকে সারা রাত দোকান খোলা রাখার সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৩৭,অপরাহ্ন ১৬ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ১৬ রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত সারা রাত এবং ১ থেকে ১৫ রমজান রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওই বৈঠকে পিক আওয়ারে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইফতার এবং তারাবির নামাযের সময় মার্কেটের শিতাতপ নিয়ন্ত্রন যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষে কোন বিপনী বিতানে আলোকসজ্জাও করা যাবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।