১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী
প্রকাশিত হয়েছে : ৮:০৮:২৭,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। রাত সাড়ে তিনটার দিকে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, নিয়মিত টহল দেওয়ার সময় নৌবাহিনীর সদস্যদের দেখে বহির্নোঙর এলাকায় চোরাকারবারীরা একটি ইঞ্জিন বোট ফেলে সটকে পড়ে। এ সময় টহল টিমের সদস্যরা বোটের ভিতর থেকে ১৫লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবাগুলো একটি পলিথিনের বস্তার ভিতরে ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নৌবাহিনীর অপারেশন অফিসার কমান্ডার মো. শামীম এসব তথ্য জানিয়েছেন।