১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১১:০৬:২৭,অপরাহ্ন ১১ জুন ২০১৫
শিক্ষাঙ্গন ডেস্ক::
আগামীকাল শুক্রবার শুরু হতে যাচ্ছে বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের জন্য ১২তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। আর এই পরীক্ষাতে অংশগ্রহণ করছেন প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী।
এনটিআরসিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাতেমা বেগম জানান, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রার্থীর সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৩ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৮০ হাজার ৫০৯ জন। সব মিলিয়ে এবার পাঁচ লাখ ৩২ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এই পরীক্ষাতে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে কলেজ পর্যায়ের পরীক্ষা।